সাইফ পাওয়ারটেকের বোর্ড সভা ২৮ অক্টোবর

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত শক্তি ও জ্বালানী শিল্প খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ২৭ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শেয়ারবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সুচকের সাথে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৮৮ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৬০০ কোটি ৭১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৫২৮ কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭২টির। আর দর অপরিবর্তিত আছে ৩৬টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইফাদ অটোস, লংকাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি, আমরা নেটওয়ার্কস, ব্র্যাক ব্যাংক, বিবিএস ক্যাবলস, সিটি ব্যাংক লিমিটেড, বিডি ফাইন্যান্স, ট্রাষ্ট ব্যাংক ও শাহজালাল ব্যাংক।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩২৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির কমেছে ১৪০টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ৬৩ কোটি ৫৩ লাখ টাকা। যা গতকাল বুধবার ছিল ২৬ কোটি ৪২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড ও গ্রামীনফোন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

হাওয়েল টেক্সটাইলের বোর্ড সভা ২৮ অক্টোবর

hawelস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি হাওয়েল টেক্সটাইল লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্যাসিফিক ডেনিমসের বার্ষিক বোর্ড সভা ২৮ অক্টোবর

pacific_coverস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইউনিক হোটেলের বার্ষিক বোর্ড সভা ২৬ অক্টোবর

unic...smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন শিল্প খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি ২২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বসুন্ধরা পেপারের বিডিংয়ের শেষদিন : সর্বোচ্চ দর ৯০ টাকা

basondaraনিজস্ব প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের লক্ষ্যে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে প্রস্তাবিত শেয়ারদরের ভিত্তিতে কাট অফ প্রাইস নির্ধারণে বিডিং প্রক্রিয়া আজ থেকে শেষ করবে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। বিডিংয়ের পর এখন পর্যন্ত মোট ২১০ টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করেছে। আর সর্বোচ্চ দর ৯০ টাকা উঠে এসেছে।

গত সোমবার বিকাল ৫টা থেকে শুরু হয়ে ১৯ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত বিডিং চলবে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আজ বৃহস্পতিবার সকাল ১১ টা পর্যন্ত মোট ২১০টি প্রতিষ্ঠান বিডিংয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে ৯০ টাকায় সর্বোচ্চ দর প্রস্তাব করা হয়েছে। এই দরে আগ্রহী দুটি প্রতিষ্ঠানটি নিজেদের জন্য ২,৭৭,৭০০ টি করে শেয়ার নেওয়ার প্রস্তাব করে। এছাড়া ৮৮ টাকায় বিড করে একটি প্রতিষ্ঠান, ৮৬ টাকায় দুটি প্রতিষ্ঠান, ৮৫ টাকায় দুটি, ৮৩ টাকায় একটি প্রতিষ্ঠান, ৮২ টাকায় ১ টি প্রতিষ্ঠান, ৮১ টাকায় ৬টি প্রতিষ্ঠান, ৮০ টাকায় ১৮টি প্রতিষ্ঠান, ৭৩ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৭০ টাকায় তিনটি প্রতিষ্ঠান, ৬৩ টাকায় একটি প্রতিষ্ঠান দর পস্তাব করে।

বিডিংয়ে অংশগ্রহণে ইচ্ছুক যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) ৫ হাজার টাকা বিডিং ফি এবং বিডিং অ্যামাউন্টের ২০ শতাংশ ডিপোজিট করতে হবে, যা ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১৯ অক্টোবর বেলা ২টার মধ্যে দিতে হবে। ১৯ অক্টোবর বিকাল ৫টার পর বিডিং বন্ধ হয়ে যাবে। বিডিং পিরিয়ডের পর অফার পিরিয়ড শুরু হবে ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টা পর্যন্ত।

বুক বিল্ডিং পদ্ধতির নিয়ম অনুসারে, ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ কোম্পানির আইপিওতে তাদের জন্য নির্ধারিত শেয়ারের দরপ্রস্তাব করবে। সর্বশেষ যে দরে নির্ধারিত শেয়ার বিক্রির প্রস্তাব আসবে, তাই হবে কাট অফ প্রাইস। যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সে দরেই কোম্পানির শেয়ার কিনবেন। তবে সাধারণ বিনিয়োগকারীদের কাছে তা ১০ শতাংশ কম দামে শেয়ার বিক্রি করতে হবে কোম্পানিকে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে তখন নতুন করে চাঁদাগ্রহণ করবে বসুন্ধরা পেপারস।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ঝিল-বাংলা ও শ্যামপুর সুগার মিলের বার্ষিক বোর্ড সভা

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ঝিল-বাংলা সুগার মিল ও শ্যামপুর সুগার মিল লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৫ অক্টোবর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩.১৫ ও ৪ টায় গুলশান নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া এই বোর্ড সভায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে ঝিল-বাংলা সুগার মিল ও শ্যামপুর সুগার মিল লিমিটেড কোনো লভ্যাংশ দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ