করোনা পরিস্থিতিতেও রেমিট্যান্সে রেকর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যেও ২০২০-২১ অর্থবছর শেষে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা টাকার হিসাবে দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকার বেশি। অর্থবছরের হিসাবে একসঙ্গে এত পরিমাণ রেমিট্যান্স এর আগে দেশে আসেনি।

সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ (২৯ জনু পর্যন্ত) ৪৬ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার বা প্রায় চার হাজার ৬০৮ কোটি ডলার, যা টাকার হিসাবে তিন লাখ ৯১ হাজার ৬৯৭ কোটি টাকা।

এ বিপুল বৈদেশিক মুদ্রা দিয়ে দেশের ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন মতে, বিদায়ী (২০২০-২০২১) অর্থবছরের শেষ মাস জুনে ১৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা পুরো অর্থবছরের মধ্যে সবচেয়ে বেশি দেশে আসা রেমিট্যান্স।

গত অর্থবছরের রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলারে বা ২ লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকা। অর্থবছরের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে বিদায়ী অর্থবছরে।

স্টকমার্কেটবিডি.কম/

ডেসটিনির এমডিকে আবার কারাগারে প্রেরণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে জুম মিটিংয়ে অংশ নিয়ে আবারও আলোচনায় এসেছেন ডেসটিনির এমডি রফিকুল আমিন। মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের অপরাধে ৮২ দিন পর হাসপাতাল থেকে তাকে কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নেওয়া হয়েছে।

শনিবার (৩ জুলাই) কারাগারে নেওয়ার পর থেকে আলাদা সেলে রাখা হয়েছে রফিকুল ইসলামকে। সাধারণত বন্দিদের নির্দিষ্ট সময়ে সেল থেকে বের হওয়ার সুযোগ থাকলেও রফিকুল আমিন আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। এই সময়টাতে তার ওই কক্ষ থেকে থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও জুম মিটিংকাণ্ডে তদন্ত চলায় তার সঙ্গে অন্য কেউ কথা বলতে পারবেন না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল সূত্র জানায়, আদালতের নির্দেশে রফিকুল ইসলামকে ডিভিশন দেওয়া হয়েছে। তিনি এমনিতেই আলাদা রুমে থাকতেন। তবে দিনের নির্দিষ্ট সময়ে ২-৩ বার তার ঘর থেকে বের হওয়ার সুযোগ ছিল। হাসপাতালে তার জুম মিটিংকাণ্ডের পর থেকে তার চলাফেরা এবং কথাবার্তা সীমিত করা হয়েছে। তাকে নজরদারিতে পৃথক কারারক্ষী দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার খাবারের একটি চার্ট রয়েছে। চার্ট অনুযায়ী খাবার তৈরি করে তার কক্ষের সামনে রেখে আসা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার বলেন, কারাগারকে মুক্ত রাখতে গত বছরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাইরে থেকে কোনো বন্দি এলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে কারাগারে। যেহেতু রফিকুল আমিন দীর্ঘ দিন কারাগারের বাইরে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাই তাকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন।

কারাবিধি অনুযায়ী রফিকুলের জুম মিটিং করার অপরাধের বিষয়ে তার কোনো শাস্তি হচ্ছে কি না? জানতে চাইলে তিনি বলেন, রফিকুল আমিনের জুম মিটিংকাণ্ডে আমাদের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

আর্থিক প্রতিষ্ঠানের ঋণ গ্রাহকদের ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংক খাতের গ্রাহকদের সুবিধা দেওয়ার পর এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদেরও ঋণ পরিশোধে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণের কিস্তির একটা অংশ শোধ করলেই খেলাপি হওয়া থেকে গ্রাহকরা বাঁচতে পারবেন।

এ বছরের জুন মাসের ঋণের কিস্তির অর্ধেক টাকা আগস্টের মধ্যে পরিশোধ করলেই খেলাপি হিসেবে চিহ্নিত হতে হবে না।

সোমবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ঋণ, লিজ, অগ্রিম শ্রেণিকরণ’ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় চলমান অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখা এবং এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় ঋণ পরিশোধে ছাড় আরও তিন মাস বাড়ানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এ বছরের জুন মাসের ঋণের কিস্তির ন্যূনতম ৫০ শতাংশ ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ বছর ৩১ আগস্টের মধ্যে পরিশোধ করলে ওই সময়ে ঋণ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। জুন মাসের কিস্তির বকেয়া টাকা সংশ্লিষ্ট সার্কুলারের নির্দেশনা অনুযায়ী সর্বশেষ কিস্তির সঙ্গে দিতে হবে। জুনের অবশিষ্টাংশ কিস্তি পরিশোধ করতে হবে পরবর্তী কিস্তির সঙ্গে।

ঋণ বা লিজের সুদ আদায় সাপেক্ষে আয়ের খাতে দেখানো যাবে। সুদ হিসাবায়ন হবে বিদ্যমান নীতিমালা অনুযায়ী। তবে এ সময় ঋণের দণ্ড সুদ ও অতিরিক্ত ফি, চার্জ বা কমিশনও আদায় করা যাবে না।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

প্রণোদনা প্যাকেজে ঋণ সুবিধা পাবে ক্ষুদ্র উদ্যোক্তারা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) বিদ্যমান ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ সুবিধা পাবে কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তারা।

রবিবার (৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সিএমএসএমই খাতে বর্তমানে প্রবর্তিত ২০ (বিশ) হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের ঋণ গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যমান ‘ওয়ার্কিং ক্যাপিটাল’ এর পরিবর্তে কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তাদের অনুকূলে ‘ঋণ’ সুবিধা প্রবর্তন এবং মাঝারি খাতের উদ্যোক্তাদের অনুকূলে ‘ওয়ার্কিং ক্যাপিটাল’সুবিধা প্রবর্তন করা যাবে বলে অর্থমন্ত্রণালয় হতে জানানো হয়েছে।

তাই নির্দেশনাটি বাস্তবায়নের লক্ষ্যে কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তাদের অনুকূলে বিদ্যমান ‘চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ’ এর পাশাপাশি মেয়াদি ‘ঋণ বা বিনিয়োগ’ সুবিধা প্রদান করা যাবে। তবে, এক্ষেত্রে ঋণ বা বিনিয়োগ গ্রহণের পর ১ (এক) বছর সুদ বা মুনাফার ভর্তুকি প্রাপ্য হবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

কপারটেকের শেয়ার অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার অফিস মহাখালী ডিওএইচএস এলাকায় আগের ভবন থেকে অন্য ভবনে স্থানান্তর করা হয়েছে। এর আগে এর কার্যালয় ছিল ১৩ নম্বর রোডে ২১৪ নং ভবনে।

গত ২৭ জুন থেকে সকল শেয়ারহোল্ডারদের নতুন অফিসে যোগাযোগের করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; দ্বিতীয় এমএল ডায়িং

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৭৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এম এল ডায়িং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৩৭ লাখ টাকার।

৩৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২৮ কোটি ৪৩ লাখ, ম্যাকসন স্পিনিং মিলসের ২৭ কোটি ৫৫ লাখ, ন্যাশনাল ফিড মিলসের ২৭ কোটি ১৪ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২৫ কোটি ৩১ লাখ, মালেক স্পিনিং মিলসের ২৫ কোটি ৭ লাখ, জেনেক্স ইনফোসিসের ২৪ কোটি ১৮ লাখ ও আইএফআইসি ব্যাংক লিমিটেডের ২৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. এম এল ডায়িং
  3. কেয়া কসমেটিকস
  4. সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
  5. ম্যাকসন স্পিনিং মিলস
  6. ন্যাশনাল ফিড মিলস
  7. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  8. মালেক স্পিনিং মিলস
  9. জেনেক্স ইনফোসিস
  10. আইএফআইসি ব্যাংক লিমিটেড।

ডিএসইতে দুই ঘন্টায় ১৫৫১ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। এদিন সেখানে দুই ঘন্টার লেনদেনও আগের পূর্ণ দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৯.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২১৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১১.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২২৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৫১ কোটি ৪৮ লাখ টাকা। গত বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৪০৭ কোটি ৮৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৪৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৯টির, আর দর অপরিবর্তিত আছে ১১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, এম এল ডায়িং, কেয়া কসমেটিকস, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, ম্যাকসন স্পিনিং মিলস, ন্যাশনাল ফিড মিলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং মিলস, জেনেক্স ইনফোসিস ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৪২.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৪টির, কমেছে ৭৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৬২ লাখ টাকা। । গত বুধবার সেখানে লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৬৪ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্স ফার্মা ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

বীমার অফিস খোলার ঘোষণা দিল আইডিআরএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংক ও শেয়ারবাজারের পর এবার বীমা কোম্পানির অফিস খোলার সিদ্ধান্ত এসেছে। চলমান বিধিনিষেধের মধ্যে সোমবার (৫ জুলাই) থেকে বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।

রবিবার (৪ জুলাই) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সেই সঙ্গে বীমা কর্মীদের দাফতরিক কাজে অফিসের গাড়িতে যাতায়াতের ক্ষেত্রে সহায়তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে আইডিআরএ।

এর আগে গত বৃহস্পতিবার বীমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) থেকে বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা রাখার দাবি জানানো হয়।

এরই পরিপ্রেক্ষিতে আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়ে আইডিআরএ’র পক্ষ থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা রাখার বিষয়ে অনুমতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

অলটেক্স ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির সম্প্রতি শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ তথ্য জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৪ কার্যদিবসে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর টানা বেড়েছে। গত ২৭ জুন এ শেয়ারের দর ছিল ১০.১০ টাকা এবং গত ৩০ জুন এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১২.৩০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে অলটেক্স ইন্ডাস্ট্রিজ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/