মহাপরিকল্পনা করছে এফবিসিসিআই: জসিম উদ্দিন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, আগামী দশকে অর্থনীতির চাহিদার সাপেক্ষে প্রয়োজনীয় কর্মকৌশল নির্ধারণ করতে মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা তৈরি করছে এফবিসিসিআই।

জসিম উদ্দিন বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর বাংলাদেশের জন্য অনেক সম্ভাবনা তৈরি হবে। ব্যবসা-বাণিজ্য ও রপ্তানি খাতে চাহিদা তৈরি হবে নতুন পণ্যের। অর্থনীতির আকারও বড় হবে। সরকারের নেওয়া নানা অবকাঠামো প্রকল্পের বাস্তবায়ন হলে বিদেশি বিনিয়োগও বাড়বে। তখন পণ্য পরিবহন ও বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। এ সবকিছুকে বিবেচনায় নিয়ে এফবিসিসিআই মহাপরিকল্পনা তৈরি করছে বলে জানান তিনি। সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে গতকাল শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন,এলডিসি-পরবর্তী পরিবর্তিত বৈশ্বিক চাহিদা মোকাবিলায় খাতভিত্তিক সক্ষমতা বৃদ্ধি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় দেশীয় শিল্পের সক্ষমতা বাড়াতে একটি ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছে এফবিসিসিআই। আগামী মাসে এ-সংক্রান্ত ধারণাপত্র সরকারের কাছে জমা দেওয়া হবে। বর্জ্য ব্যবস্থাপনা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ নিয়ে এফবিসিসিআইয়ের সঙ্গে কাজ করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। কার্যক্রমটি শেষ হলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও পুনঃপ্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন বাড়বে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এফবিসিসিআইয়ের আয়োজনে চলমান ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’ শীর্ষক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন এফবিসিসিআইয়ের সভাপতি। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি দেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও লাখো শহীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধের প্রকাশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহোৎসব করছে এফবিসিসিআই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সহসভাপতি এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, মো. সালাহউদ্দিন আহমেদ, এম এ রাজ্জাক খান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ময়মনসিংহ ই-কমার্স কার্ট আয়োজিত ময়মনসিংহের নারী উদ্যোক্তাদের একদিনের পণ্য প্রদর্শনী সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে। করোনার প্রভাব কাটিয়ে নারী উদ্যোক্তারা উজ্জীবিত হয়ে পুনরায় যাতে ব্যবসায় মনোনিবেশ করতে পারেন সে উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়। মেলায় ৬২ জন নারী উদ্যোক্তা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন।

তারা সাড়াও পেয়েছেন বেশ। মেলায় স্টলগুলোতে বিভিন্ন তৈরি পোশাক, কসমেটিকস, ঘর সাজানোর জিনিসপত্র ও হোম মেইড ফুডসহ বিভিন্ন পণ্যের সমাহার ছিল।

গত শুক্রবার নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু/

ময়মনসিংহ ই-কমার্স কার্টের প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনা বলেন, ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই পণ্য প্রদর্শনী আয়োজন করতে পেরে আমি গর্বিত। ক্রেতাদের উপচেপড়া ভীড় ও সন্তুষ্টি আর উদ্যোক্তাদের হাসিমাখা মুখগুলো আমার এই আয়োজনের স্বার্থকতা।’

স্টকমার্কেটবিডি.কম/জে

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ওয়ান ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১১৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার কোম্পানিটি ৬৯ লাখ ৯১ হাজার ৩৫২টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৬ লাখ ৫৬ হাজার ৮১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৮ কোটি ৮৭ লাখ টাকা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ২০ লাখ ৭৮ হাজার ১২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ১৪ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, সোনালী পেপার ও একমি পেস্টিসাইডস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ওজন গরমিল হওয়ায় রপ্তানি বন্ধ করল ভারত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওজনে গরমিলের অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের ট্রাকচালক সমিতি। ভারত থেকে আসা ট্রাকে পণ্যের ওজন মিলছে না হিলি বন্দর স্কেলে- এ অভিযোগ করায় ভারতীয় ট্রাকচালকরা পণ্যবাহী ট্রাক আনা বন্ধ করে দিয়েছে।

রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

তিনি বলেন, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক হিলি বন্দর স্কেলে ওজন করে দেখা যায়, ওই দেশের ওজনের সঙ্গে এ দেশের ওজন কম হচ্ছে। এ বিষয়ে কয়েক দিন আগে তাদের অভিযোগ করা হয়। এতে করে ভারতের কয়েকটি পণ্যবাহী ট্রাক বন্দরের বাইরের স্কেলে পরীক্ষার জন্য ওজন করা হয়। তাতেও তাদের ওজনে কম পাওয়া যায়। এই কারণে ভারতীয় ট্রাকচালক সমিতি হিলি বন্দরে পণ্যবাহী ট্রাক আনা বন্ধ করে দিয়েছে।

তিনি আরো জানান, এর যদি সঠিক সুরাহা না হয় তাহলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, ভারত থেকে পণ্য আমদানি কেন বন্ধ করে দিল, এ বিষয়ে ভারত-হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমাদের কোনো লিখিত চিঠি দেয়নি। তবে ভারতের ট্রাকচালক সমিতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনায় বসেছে। কেন তারা আমদানি বন্ধ করে দিল, এখনো আমরা অবগত হইনি।

স্টকমার্কেটবিডি.কম/জেড

একমি পেস্টিসাইডের মূল্যসংবেদনশীল কোন তথ্য নেই

একমি পেস্টিসাইড কোম্পানির লোগো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইড লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় একমি পেস্টিসাইড লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইতে ৮৯০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৫১ কোটি ৩২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৬৫ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।

রবিবার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৫টির, দর কমেছে ৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির।

স্টকমার্কেটবিডি.কম/জেড

নাভানা ফার্মাসিউটিক্যালসের রোড শো ২১ ডিসেম্বর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলণ করবে নাভানা ফার্মাসিউটিক্যালস। এ জন্য কোম্পানিটি রোড শো’র আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন সন্ধ্যা সাতটায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এই রোড শো অনুষ্ঠিত হবে।

রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্ট ফলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুারের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

৪ কোম্পানির শেয়ারের বিক্রেতা নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের ৩ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, স্ট্যাইল ক্রাফট,সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ৫১মিনিট পর্যন্ত এশিয়া ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৮৪ হাজার ৮০১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ইস্টার্ণ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৪২ হাজার ১৪৫টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময় স্ট্যাইল ক্রাফট ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

স্টকমার্কেটবিডি.কম/

প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে এনভয় টেক্সটাইল

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ফেসভ্যালুতে ৮ কোটি ৭০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি সম্ভব্য বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৮৭ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নিয়ে শেয়ার ইস্যু করতে পারবে।

এনভয় টেক্সটাইল প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ব্লেন্ডেড ইয়ার্ন উৎপাদন সম্প্রসারণ এবং উচ্চ মূল্যের ঋণ পরিশোধ করবে।

ফার্স্ট ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়াবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৭৮ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৮২ পয়সা।