নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ময়মনসিংহ ই-কমার্স কার্ট আয়োজিত ময়মনসিংহের নারী উদ্যোক্তাদের একদিনের পণ্য প্রদর্শনী সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে। করোনার প্রভাব কাটিয়ে নারী উদ্যোক্তারা উজ্জীবিত হয়ে পুনরায় যাতে ব্যবসায় মনোনিবেশ করতে পারেন সে উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়। মেলায় ৬২ জন নারী উদ্যোক্তা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন।

তারা সাড়াও পেয়েছেন বেশ। মেলায় স্টলগুলোতে বিভিন্ন তৈরি পোশাক, কসমেটিকস, ঘর সাজানোর জিনিসপত্র ও হোম মেইড ফুডসহ বিভিন্ন পণ্যের সমাহার ছিল।

গত শুক্রবার নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু/

ময়মনসিংহ ই-কমার্স কার্টের প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনা বলেন, ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই পণ্য প্রদর্শনী আয়োজন করতে পেরে আমি গর্বিত। ক্রেতাদের উপচেপড়া ভীড় ও সন্তুষ্টি আর উদ্যোক্তাদের হাসিমাখা মুখগুলো আমার এই আয়োজনের স্বার্থকতা।’

স্টকমার্কেটবিডি.কম/জে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *