১৫টি ব্রোকারেজ হাউসকে তলব বিএসইসির

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে লেনদেন শুরুর আগেই শেয়ারের আগ্রাসী বিক্রয়াদেশ দেওয়ার অভিযোগে ১৫টি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ মঙ্গলবার এ ব্যাখ্যা তলব করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিএসইসি বলছে, এসব ব্রোকারেজ হাউস থেকে আজ সকাল ১০টায় লেনদেন শুরুর আগেই মৌলভিত্তির কিছু কোম্পানির বড় অঙ্কের শেয়ারের বিক্রয়াদেশ দেওয়া হয় দিনের সর্বনিম্ন দামে। তখনো বাজারে লেনদেন শুরু হয়নি। লেনদেন শুরুর আগে প্রি–ওপেনিং সেশনে ভালো ভালো কোম্পানির শেয়ার ২ শতাংশ কম দামে আগ্রাসী বিক্রয়াদেশকে বিএসইসি বাজারে দরপতন ঘটানোর চেষ্টা হিসেবে দেখছে।

এ কারণে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।

যেসব ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীর কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে, সেগুলো হলো শাহেদ সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, আইডিএলসি সিকিউরিটিজ, এস অ্যান্ড এইচ ইক্যুইটিজ, লংকাবাংলা সিকিউরিটিজ, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ, ইউসিবি স্টক ব্রোকারেজ, গ্লোব সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ, আইসল্যান্ড সিকিউরিটিজ, কাইয়ূম সিকিউরিটিজ ও মিডওয়ে সিকিউরিটিজ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

লাভেলো আইসক্রিমের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.২৬ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭৬ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.৬০ টাকা। যা গত ২০২১ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১২.৫৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

আর্থিক প্রতিষ্ঠানের আমানত ও ঋণের সুদহার বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানত ও ঋণের সুদহারও বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানের আমানতের সর্বোচ্চ সুদহার হবে ৭ শতাংশ।

আর ঋণ বিতরণের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ১১ শতাংশ সুদ আদায় করতে পারবে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সুদহার বেঁধে দেয়া হয়।

এর আগে ব্যাংকঋণের সর্বোচ্চ ৯ শতাংশ সুদহার বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি মেয়াদি আমানতের সর্বনিম্ন সুদহারকে মূল্যস্ফীতির সঙ্গে সংগতি রেখে নির্ধারণ করে দেয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠানের আমানত ও ঋণের সুদহার বেঁধে দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক সময়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত ও ঋণের সুদহার পর্যালোচনা করে দেখা যায়, কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠান বিদ্যমান বাজারহারের সঙ্গে সামঞ্জস্য বজায় না রেখে তুলনামূলক উচ্চসুদহারে আমানত গ্রহণের ফলে অযৌক্তিকভাবে প্রতিষ্ঠানগুলোর তহবিল ব্যয় বাড়ছে।

চলতি বছরের ১ জুলাই থেকে আর্থিক প্রতিষ্ঠানে নতুন সুদহার বাস্তবায়ন হবে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, নির্দেশনা কার্যকর হওয়ার পর নতুনভাবে আহরিত সব আমানতের সুদহার হবে

সর্বোচ্চ ৭ শতাংশ। আর বিদ্যমান ও নতুনভাবে মঞ্জুরি করা সব ঋণের সুদহার সর্বোচ্চ ১১ শতাংশের বেশি হতে পারবে না। তবে নির্দেশনা কার্যকর হওয়ার আগে আহরিত আমানতের ক্ষেত্রে আগের সুদহার বলবৎ থাকবে। এ ধরনের আমানতের বর্তমান মেয়াদ পূর্তির পর নতুন নির্দেশনা কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

অলিম্পিক এক্সেসরিজের বোর্ড সভা ২৫ এপ্রিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৫ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২:২০ টায় রাজধানীর পল্টনে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় সোনালী পেপার মিলস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী পেপার মিলস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৭ লাখ টাকার।

ফরচুন সুজ লিমিটেড ২০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেএমআই হসপিটাল রিকুইজিটির ১৮ কোটি ৪০ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ১৭ কোটি ৪ লাখ, ডরিন পাওয়ার জেনারেশনের ১৩ কোটি ৯৯ লাখ, লাফার্জ হোলসিম বিডির ১৩ কোটি ৯৫ লাখ, আইপিডিসির ১৩ কোটি ৯১ লাখ, স্কয়ার ফার্মার ১১ কোটি ১৫ লাখ ও গ্রামীণ ফোন লিমিটেডের ১১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. সোনালী পেপার মিলস
  3. ফরচুন সুজ
  4. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  5. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  6. ডরিন পাওয়ার জেনারেশন
  7. লাফার্জ হোলসিম বিডি
  8. আইপিডিসি
  9. স্কয়ার ফার্মা
  10. গ্রামীণ ফোন লিমিটেড।

দিনশেষে লেনদেন ও সূচকের বড় উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের বড় উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৫৩০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৪.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪৩৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৯০ কোটি ৩৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩২টির, আর দর অপরিবর্তিত আছে ৫১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, সোনালী পেপার মিলস, ফরচুন সুজ, জেএমআই হসপিটাল রিকুইজিটি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ডরিন পাওয়ার জেনারেশন, লাফার্জ হোলসিম বিডি, আইপিডিসি, স্কয়ার ফার্মা ও গ্রামীণ ফোন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০১.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৩১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৪১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৬০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার ব্যাংক ও জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

একনেকে ৪৫০০ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রায় ৪ হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সবগুলো প্রকল্প সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘হার পাওয়ার প্রকল্প: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন (২য় পর্যায়)’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প যথাক্রমে—‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’ প্রকল্প; ‘নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার জলাবদ্ধতা নিরসন’ প্রকল্প; ‘বহদ্দারহাট বাড়ইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন (২য় সংশোধিত)’ প্রকল্প; ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেশিনারিজ সরবরাহ’ প্রকল্প; পানিসম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমে—‘কালিগঙ্গা নদীর ভাঙন হতে ঢাকা জেলার নবাবগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার সাটুরিয়া, ঘিওর, মানিকগঞ্জ সদর এবং সিংগাইর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা রক্ষাকল্পে নদীতীর সংরক্ষণ’ প্রকল্প এবং ‘পানগুছি নদীর ভাঙন হতে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা সদর ও সংলগ্ন এলাকা সংরক্ষণ এবং বিশখালী নদী পুনঃখনন’ প্রকল্প।

এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের ‘ভারতের সাথে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প যথাক্রমে ‘সীমান্ত সড়ক (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) নির্মাণ-১ম পর্যায়) (১ম সংশোধিত)’ প্রকল্প; ‘জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (কুমিল্লা জোন) (১ম সংশোধিত)’ প্রকল্প এবং ‘নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক নির্মাণ ও উন্নয়ন (আর-২০৩) (১ম সংশোধিত)’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভার কার্যক্রমে অংশ নেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

সংযুক্ত আরব আমিরাতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, লাগবে না স্পন্সর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

পর্যটক, ব্যবসা ও কর্মসহ নতুন ভিসায় নতুন নীতি চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল সোমবার এই নতুন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে।

প্রথমবারে মতো এই ভিসা নীতিতে স্পন্সর কিংবা হোস্টের নিয়ম রাখা হয়নি। এছাড়াও ভিসার মেয়াদের নীতিতেও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
কর্ম ভিসা
দক্ষ, মেধাবী ও তরুণদের টানতে দেয়া এই ভিসায় থাকছে তিনটি ক্যাটাগরি। বিশ্বের ৫০০টি বিশ্ববিদ্যালয়ের সদ্য পাশ করা গ্রাজুয়েটরা এখানে বিশেষ ‍সুবিধা পাবে। এর আওতায় সর্বনিম্ন শিক্ষা যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি।

ব্যবসায়িক ভিসা
এই ভিসার জন্য আর স্পন্সর বা হোস্টের দরকার পড়বে না। বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যটক ভিসা
পাঁচ বছর মেয়াদি মাল্টিপল পর্যটক ভিসাতেও আর স্পন্সর লাগবে না। এই ভিসার আওতায় টানা ৯০ দিনের বেশি আমিরাতে থাকা যাবে। তবে বছরে ১৮০ দিনের বেশি দেশটিতে অবস্থান করা যাবে না। চার হাজার ডলার বা তার সমপরিমান মুদ্রা কারও ব্যাংক অ্যাকাউন্টে ভিসা আবেদনেরে আগের ছয় মাস ধরে থাকলেই তিনি সুযোগ পাবেন।

সাময়িক কর্ম ভিসা
এই ভিসার জন্য যে কোম্পানিতে কাজ করছেন, সেই কোম্পানির কন্ট্রাক লেটার দেখাতে হবে। সাথে লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টও।

শিক্ষা ও প্রশিক্ষণ ভিসা
এই ভিসার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, শিক্ষা কিংবা গবেষণা প্রতিষ্ঠান, সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান স্পন্সর হতে হবে। সাথে শিক্ষা বা প্রশিক্ষণের ধরন ও মেয়াদ সম্পর্কে বিস্তারিত জানাতে হবে।

সূত্র: খালিজ টাইমস

স্টকমার্কেটবিডি.কম/