সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমলো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম কমে হলো ১৯৯ টাকা।

রবিবার (২৬ জুন) সংগঠনের নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন ১৯৯ টাকা, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে গত ৯ জুন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়।

মূল্যবৃদ্ধির পর সে সময় এক লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরামূল্য নির্ধারণ করা হয় ১৮৫ টাকা। বোতলজাত এক লিটার সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করা হয় ২০৫ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ঠিক করা হয় সর্বোচ্চ ৯৯৭ টাকা। এক লিটার খোলা পাম তেলের দাম বেড়ে দাঁড়ায় ১৫৮ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম///

চালু হতে যাচ্ছে দেশের প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যুক্তরাজ্যভিত্তিক ডন গ্লোবাল ম্যানেজমেন্ট লিমিটেডের সহযোগিতায় চালু হতে যাচ্ছে দেশের প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ)। বিদেশি এই প্রতিষ্ঠানটি দেশে ইটিএফ চালুর জন্য প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান ও জ্ঞান স্থানান্তরে প্রশিক্ষণ এবং বিনিয়োগে করতে যাচ্ছে।

এ বিষয়ে রবিবার (২৬ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ডন গ্লোবাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মরিস পটের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. মিজানুর রহমানসহ কমিশনের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মরিস পটের নেতৃত্বে ডন গ্লোবাল ম্যানেজমেন্টের পাঁচ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

আলোচনায় মরিস পট বাংলাদেশে ইটিএফ চালুকরণের বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান, নলেজ ট্রান্সফার বা জ্ঞান স্থানান্তরে প্রশিক্ষণ এবং ইটিএফ- এ বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া ইটিএফ চালুর ক্ষেত্রে বাজার সৃষ্টিকারী বা মার্কেট মেকার প্রয়োজন হবে। সেক্ষেত্রে বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি প্রতিষ্ঠান বাজার সৃষ্টিকারী সনদ প্রাপ্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে সভায় আলোচনা হয়। বাজার সৃষ্টিকারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদানের বিষয়েও মরিস পট আগ্রহ প্রকাশ করেন।

কমিশনের পক্ষ থেকে ইটিএফ গঠনের ক্ষেত্রে পরিচালন ব্যয় আন্তর্জাতিক মানদণ্ডে সর্বনিম্ন পর্যায়ে রাখার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। যা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) এ বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা প্রাপ্তিতে সহায়ক ভূমিকা পালন করবে।

ইটিএফে বিনিয়োগ তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বাংলাদেশের শেয়ারবাজারে ইটিএফ খুবই জনপ্রিয় একটি বিনিয়োগ পণ্য হিসেবে বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নতুন এ বিনিয়োগ পণ্যটি বাজারে এলে তা বাজারের স্থিতিশীলতা, বৈচিত্র্য সৃষ্টি ও তারল্য প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

ইটিএফ গঠন ও বাজার সৃষ্টিকারী সনদ প্রদানের আগ্রহী প্রতিষ্ঠানকে কমিশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতাসহ ফাস্ট ট্র্যাক সেবা দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

স্টকমার্কেটবিডি.কম//

বাংলাবান্ধা ও ফুলবাড়ি রুটে ভারতীয় ভিসা চালুর দাবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন রুটে ভারতীয় ভিসা চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা।

রবিবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ।

সংগঠনটির সভাপতি আব্দুল লথিব তারিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক কুদরতি-খুদা-মিলন।

এসময় মিলন বলেন, ২০১৬ সালে বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট চালু হয়। ভারতীয় দূতাবাস ফুলবাড়ি রুটে ভিসা দেওয়া শুরু করলে ভারতের সঙ্গে ব্যবসার পাশাপাশি যাতায়াতও শুরু হয়। কিন্তু ২০২০ সালে কোভিট ১৯ সংক্রমণ ঠেকাতে ভারতে বিদেশি নাগরিকদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। করোনা সংক্রমণ কমে গেলে ২০২১ সালের শুরুর দিকে পর্যায়ক্রমে বিভিন্ন রুটে ভিসা দেওয়া শুরু করে ভারতীয় সরকার। গত মার্চ মাস থেকে সবধরনের ভিসা দেওয়া শুরু করে তারা। কিন্তু ভিসায় রুট নিয়ে সমস্যায় পড়েছেন দেশের একমাত্র চতৃর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর সংশ্লিষ্ট ভারত, নেপাল এবং ভুটানের যাত্রীরা।
বক্তারা বলেন, এই স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট ভারতের ফুলবাড়ি স্থলবন্দর রুটে ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে না। তাই দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করা গেলেও বাংলাবান্ধা দিয়ে যেতে পারছে না বাংলাদেশিরা।

এই ইমিগ্রেশন দিয়েই বাংলাদেশি শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ পর্যটকরা ভারত, নেপাল এবং ভুটানে যাতায়াত করেন। এই রুটে ভিসা না দেওয়ায় সমস্যায় পড়েছে স্থানীয়সহ দেশের হাজারো মানুষ। করোনার আগে এই রুটে প্রতিদিন কয়েক হাজার মানুষ ভারত, নেপাল, ভুটান এবং ভারতের দার্জিলিং, সিকিমসহ বিভিন্ন পর্যটন এলাকায় যাতায়াত করতো। অনেকে চিকিৎসা এবং ব্যবসার নানা কাজে ভারতে ভ্রমণ করতো। কিন্তু ভিসা না দেওয়ার কারণে নানা সমস্যায় পড়েছেন বাংলাদেশিরা। বিশেষ করে ব্যবসায়ীরা সংকটে পড়েছেন। তারা অতিদ্রুত ফুলবাড়ি বন্দর দিয়ে ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন-পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেন, সাবেক সভাপতি আব্দুল হান্নান শেখ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান প্রমুখ। এসময় পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও টেলিভিশন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম//

শেয়ার বিক্রি করবে বিডি মনোস্পুলের উদ্যোক্তা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি মনোস্পুল পেপারের উদ্যোক্তা পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা কোম্পানির ১ লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পার্ল অ্যান্ড পেপারের কাছে কোম্পানির মোট ১ লাখ ৬৩ হাজার ৫২৬টি শেয়ার আছে।

এর মধ্যে থেকে ১ লাখ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বেচতে পারবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে ফুয়াং ফুডস; ২য় আনোয়ার গ্যালভানাইজিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফুয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৭ লাখ টাকার।

শাইনপুকুর সিরামিকস লিমিটেড ২৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো লিমিটেডের ১৯ কোটি ৪৮ লাখ, সালভো কেমিক্যালসের ১৩ কোটি ৭৭ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিটির ১২ কোটি ৮১ লাখ, আইপিডিসির ১১ কোটি ৯১ লাখ, মুন্নু ফেব্রিকসের ৯ কোটি ৮৮ লাখ, মেট্রো স্পিনিং মিলসের ৯ কোটি ৭৪ লাখ ও প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. ফুয়াং ফুডস
  2. আনোয়ার গ্যালভানাইজিং
  3. শাইনপুকুর সিরামিকস
  4. বেক্সিমকো লিমিটেড
  5. সালভো কেমিক্যালস
  6. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  7. আইপিডিসি
  8. মুন্নু ফেব্রিকস
  9. মেট্রো স্পিনিং মিলস
  10. প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।

প্রথম কার্যদিবসে লেনদেন ও সূচকের পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের সামান্য পতন দেখা গেছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কম হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩০১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৮৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৪ কোটি ৩৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৮৩ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩০টির, আর দর অপরিবর্তিত আছে ৫৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ফুয়াং ফুডস, আনোয়ার গ্যালভানাইজিং, শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো লিমিটেড, সালভো কেমিক্যালস, জেএমআই হসপিটাল রিকুইজিটি, আইপিডিসি, মুন্নু ফেব্রিকস, মেট্রো স্পিনিং মিলস ও প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৫.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৭৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৬২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ২৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডরিন পাওয়ার ও ফুয়াং ফুডস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় ৮২ লাখ টাকা টোল আদায়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতুতে প্রথম ৮ ঘণ্টায় ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকার টোল আদায় করা হয়েছে। এসময় গাড়ি চলাচল করেছে ১৫ হাজার ২০০টি।

রবিবার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ৮ ঘণ্টায় মাওয়া প্রান্তে ৮ হাজার ৪৩৮টি গাড়ি থেকে আয় ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা। জাজিরা প্রান্তে ৬ হাজার ৭৬২টি গাড়ি থেকে আয় ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

প্রকৌশলী আবুল হোসেন বলেন, সকাল থেকে যেসব গাড়ি চলাচল করেছে তার ৬০ শতাংশই মোটরসাইকেল। সে তুলনায় বড় যানবাহন কিছুটা কম।

সেতুর টোলপ্লাজায় দায়িত্বরত এই কর্মকর্তা আরও বলেন, সকাল থেকেই আমরা প্রস্তুত ছিলাম। ৬টার আগেই আমরা যানচলাচলের জন্য কাজ শুরু করি।

রবিবার ভোর ৫টা ৪০ মিনিটে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতু পার হয়ে ঢাকায় আসতে দীর্ঘদিন যে অসহনীয় দুর্ভোগ ও কষ্ট ছিল আজ থেকেই তা দূর হয়েছে।

শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে উত্তাল পদ্মা নদী পার হতে যেখানে কয়েক ঘণ্টা সময় লাগতো এখন সেই নদী পার হতে সময় লাগছে মাত্র কয়েক মিনিট। এতে অনেকেই বাইক ও প্রাইভেটকার নিয়ে পার হচ্ছেন স্বপ্নের পদ্মা সেতু। সেই সঙ্গে ট্রাক, বাসসহ বিভিন্ন ধরনের যানচলাচল করছে সেতু দিয়ে।

দক্ষিণবঙ্গের ২১ জেলার স্বপ্নের দুয়ার খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) উদ্বোধন হয়েছে পদ্মা সেতুর।

প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে পদ্মা সেতু পাড়ি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বেলা ১১টা ৪৮ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী নিজ হাতে টোল দেন। এরপর তার গাড়িবহর সেতু উদ্বোধনের জন্য ফলকের স্থানে যায়। প্রধানমন্ত্রীসহ অতিথিরা গাড়ি থেকে নামেন। সেখানে প্রথমে মোনাজাত করা হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন।

স্টকমার্কেটবিডি.কম//

ভোজ্য তেলের দাম দুই এক দিনের মধ্যে কমবে: বাণিজ্য সচিব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমায় আগামী দুই এক দিনের মধ্যে দেশেও এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

রবিবার (২৬ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্টিরিয়াল কনফারেন্স উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, আগামী দু’ এক দিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি, তেলের দাম কমবে। এখন সেই হিসেব নিকেশ করা হচ্ছে। ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদেরকে জানালে তারপর আমরা জানাতে পারবো কত টাকা কমবে। তবে বলা যায় তেলের দাম কমবে।

তিনি বলেন, ট্যারিফ কমিশন প্রথমিকভাবে তথ্য নিয়ে মিলমালিক বা প্রতিনিধীদের সাথে বসে। সেখান থেকে রিপোর্ট আসার পর মন্ত্রীকে জানিয়ে ঘোষণা দেওয়া হয়।

তেলের দাম বাড়ানোর সময় ব্যবসায়ীদের যে তোরজোর দেখা যায় কমানোর সময় সে তোরজোড় দেখা যায় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তেলের দাম যৌক্তিক পর্যায়ে যেন কমে সেটা আমরা দেখবো।

স্টকমার্কেটবিডি.কম////

ব্যাংকে ডলারের দাম ১০০ টাকা ছুঁই ছুঁই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমদানি খরচ বৃদ্ধি ও প্রবাসী আয় কমে যাওয়ায় দেশে মার্কিন ডলারের চরম সংকট তৈরি হয়েছে। রপ্তানি আয় বৃদ্ধি পেলেও তা ডলারের সংকট মেটাতে পারছে না। ফলে প্রতিনিয়ত বাড়ছে ডলারের দাম। এ জন্য রিজার্ভ থেকে ডলার ছেড়ে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। প্রতিনিয়ত দামও বাড়াচ্ছে। এরপরও যেন কিছুতেই বাগে আসছে না ডলারের তেজি ভাব।

বাংলাদেশ ব্যাংক যে দামে ডলার বিক্রি করছে, বাজারে তার চেয়ে ৩-‍৪ টাকা বেশি দরে কেনাবেচা হচ্ছে। ফলে আমদানিকারকদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করেছে ৯২ টাকা ৯৫ পয়সা দরে। তবে ব্যাংকগুলো প্রবাসী আয় এনেছে ৯৬-৯৭ টাকায়, আর আমদানিকারকদের কাছে বিক্রি করেছে ৯৮-৯৯ টাকা দামে। এর আগে মে মাসে খোলাবাজারে ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়েছিল। এখন ব্যাংক লেনদেনের ক্ষেত্রেই এ দাম ১০০ টাকা ছুঁই ছুঁই করছে। আগে ব্যাংক খাতে ডলারের বিনিময় মূল্য উঠেছিল সর্বোচ্চ ৯৭ টাকা পর্যন্ত।

এদিকে ডলার নিয়ে করণীয় নির্ধারণ করতে পারছে না বাংলাদেশ ব্যাংক। একবার ডলারের দামের সীমা বেঁধে দেওয়ার পর আবার তুলে নিয়েছে। আবার বিভিন্নভাবে দাম ধরে রাখতে চাইছে। যদিও বাস্তবে দাম বেড়ে গেছে।

স্টকমার্কেটবিডি.কম/////