এনভয়ের সঙ্গে প্রোসপারিটির চুক্তি স্বাক্ষর

envoyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এনভয় টেক্সটাইল লিমিটেডের সঙ্গে চীনের প্রোসপারিটি টেক্সটাইল লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চুক্তি অনুযায়ী এনভয় টেক্সটাইলের কাছ থেকে প্রোসপারিটি টেক্সটাইল ফেব্রিক্স (কাপড়) নেবে। একই সঙ্গে উভয় কোম্পানির মধ্যে প্রযুক্তিগত বিষয় অভিজ্ঞতা আদান প্রদান করা হবে।

চীনের উত্তর গুয়াংডু প্রদেশের প্রোসপারিটি টেক্সটাইল বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে চুক্তি করেছে বলে এনভয় টেক্সটাইলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ কোম্পানির প্রধান কার্যালয় ২৪এফ. ব্লক এ, পলি ইউনিভার্স প্লাজা, তিয়ানি নর্ড রোড ৬২৬, গুয়াংডু।

এছাড়া উভয় কোম্পানির মধ্যে কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার এনভয়ের করপোরেট অফিসে উভয় কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *