প্রথম ঘন্টায় সূচক ৩৫ পয়েন্ট বেড়েছে

index upনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার প্রথম ঘন্টায় সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রথম এক ঘণ্টায় ডিএসইতে ১৬১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকও উর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টি কোম্পানির। আর দর কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে এক হাজার ১৮৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার  ৮৮০ পয়েন্টে।

ডিএসইেত লেনদেনের শীর্ষে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ডেসকো, ন্যাশনাল টিউবস, কেয়া কসমেটিকস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বেক্সিমেকা, অলিম্পিক, পিএলএফএসএল, কেপিসিএল ও বেক্সফার্মা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে  (সিএসই) সার্বিক সূচক ১০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার  ৫৮১ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ৬৯টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রথম এক ঘণ্টায় ১১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *