অ্যালায়েন্স সিকিউরিটজকে ৫০ লাখ টাকা জরিমানা

bsecনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সদস্য অ্যালায়েন্স সিকিউরিটজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে নানা অনিয়ম খুঁজে পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৯৫ তম কমিশন সভায় এ শাস্তি দেওয়া হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এসোসিয়েট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড (সিএসইর ট্রেক নং-৬৩) কনসোলিডেটেড কাস্টমারের অ্যাকাউন্টে ঘাটতি দেখিয়েছে। যা সিকিউরিটিজ এবং একচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ (১) এবং (২) লংঘন এবং সিকিউরিটিজ ও একচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর দ্বিতীয় তফছিল এর বিধি ১ ও ৬ লংঘন। এছাড়া নন মার্জিনেবল জেড ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ এবং জেড ক্যাটাগরির শেয়ার ক্রয়-বিক্রয়ে নেটিং সুবিধা প্রদান করে। যা বিএসইসির আইনের সুষ্পষ্ট লঙ্গন। এ কারণে হাউজটিকে ৫০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

এছাড়াও বিএসইসি আজকের সভায় অ্যালায়েন্স সিকিউরিটজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড এবং কনসুলেটেড কাস্টমার ব্যাংক অ্যাকাউন্টের বিরুদ্ধে তদন্ত পরিচালনার জন্য দুই জন কর্মকর্তা সম্বনয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *