আইডিআরএ চেয়ারম্যানকে তলব করেছে দুদক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ করেছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ অভিযোগ তদন্তের স্বার্থে ড. এম মোশাররফসহ আইডিআরএর আরো ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বছরের ২২ ও ২৩ আগস্ট তাদের দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত ঘুষ দাবির অভিযোগ অনুসন্ধানে সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক নুরুল হুদা সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি পাছিয়েছেন। চিঠিতে আইডিআরএ চেয়ারম্যান ছাড়াও কর্তৃপক্ষের সদস্য মো. দলিল উদ্দিন ও মঈনুল ইসলাম, পরিচালক মো. শাহ আলমসহ আরো দুই কর্মকর্তাকে তলব করা হয়েছে।

এর আগে এ বছরের ৪ মার্চ আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত ঘুষ দাবির অভিযোগটি অনুসন্ধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দুদক। এর পরিপ্রেক্ষিতে গত ৭ মার্চ দুদকের উপপরিচালক নুরুল হুদাকে অনুসন্ধান কর্মকর্তা ও পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *