আইডিবিকে ঋণের সুদহার কমানোর অনুরোধ অর্থমন্ত্রীর

idbবিশেষ প্রতিবেদক :

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) বাংলাদেশকে যে ঋণ দেয়, সেই ঋণের সুদের হার কমানোর অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত মাসে জেদ্দায় আইডিবির বোর্ড অব গভর্নরস সভায় যোগ দিয়ে আইডিবির প্রেসিডেন্ট ড. বেন্দার মোহাম্মদ হাজ্জারকে ঋণের সুদের হার ও শর্ত কমানোর অনুরোধ করেন অর্থমন্ত্রী। একই সঙ্গে সারা দেশে চলমান ১০০টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর অনুরোধে সুদের হার নমনীয় করার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আশ্বাস দেন তিনি। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, উন্নয়ন প্রকল্পে দুভাবে ঋণ দেয় আইডিবি। বিদ্যুৎ খাতের প্রকল্পে কঠিন শর্তে ঋণ দিয়ে থাকে জেদ্দাভিত্তিক সংস্থাটি। সে ঋণের সুদের হার লন্ডন ইন্টার ব্যাংকের (লাইবর) রেটের আলোকে নির্ধারিত হয়। লাইবরের সঙ্গে আরো ১.৫৫ শতাংশ ঋণের সুদের হার ধরা হয়। লাইবর হার এখন ১ শতাংশ। এর সঙ্গে ১.৫৫ যোগ করে এর সঙ্গে কমিটমেন্ট ফি ০.২৫ শতাংশ ধরে সুদের হার প্রায় ৩ শতাংশের মতো হয়। আর বিদ্যুৎ প্রকল্পের বাইরে শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্পে আইডিবির ঋণ দেয় কম সুদে। সে ঋণের সুদের হার দেড় শতাংশ। এর বাইরে তেল আমদানির সময় আইডিবি থেকে ঋণ নিয়ে থাকে সরকার। সে ঋণের সুদের হার পড়ে গড়ে ৫ শতাংশ। তেল আমদানিতে আইডিবি থেকে ঋণ নেওয়ার আগে ‘হার্ড টার্ম লোন কমিটি’ থেকে অনুমোদন নিতে হয়।

ইআরডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বিশ্বব্যাংকের ঋণের সার্ভিস চার্জ ০.৭৫ শতাংশ। অর্থাৎ ১০০ টাকার সুদের হার ৭৫ পয়সা। জাইকার ঋণের সুদের হার সবচেয়ে কম; ০.১ শতাংশ। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের গড় ঋণের সুদের হার ২ থেকে ৩ শতাংশ। এসব সংস্থার সঙ্গে তুলনা করলে আইডিবির ঋণের সুদের হার বেশি। গত মাসে আইডিবির বোর্ড অব গভর্নরস সভায় যোগ দিয়ে অর্থমন্ত্রী আইডিবির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ফায়েল খায়ের কর্মসূচির আওতায় উপকূলীয় এলাকায় স্কুল-কাম শেল্টার সেন্টার নির্মাণ করে দেওয়ায় ধন্যবাদ জানান।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, গত এপ্রিলে জেলা ও উপজেলায় ৫৬০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শিরোনামের একটি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেয় সরকার। ওই প্রকল্পে সৌদি আরব ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা। বোর্ড অব গভর্নরস সভায় অর্থমন্ত্রী বিষয়টি তুলে ধরে বলেন, ৫৬০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শিরোনামের প্রকল্পটি একনেক সভায় অনুমোদন পেয়েছে। এ প্রকল্পে অর্থায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আইডিবির প্রেসিডেন্টকে অনুরোধ করেন অর্থমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *