ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার অনুদান দিল ইইউ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন, ২৭টি ইউরোপীয় দেশের সবাই ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজে সম্মত হয়েছেন।

মিশেল এক্সে ( পূর্বের নাম টুইটারে) লিখেছেন, আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। তিনি বলেন, এই চুক্তি ইউক্রেনের জন্য অবিচল, দীর্ঘমেয়াদী, অনুমানযোগ্য তহবিলকে ছাড় দেবে।

এদিকে ইউক্রেন দাবি করেছে গত ২৪ ঘণ্টায় ১ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী ২৪ ঘণ্টায় ১২টি ট্যাঙ্ক, ১৬টি সাঁজোয়া যান, ৩৩টি আর্টিলারি সিস্টেম, দুটি বিমান-বিধ্বংসী বন্দুক, ৩৬টি ড্রোন এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

টেলিগ্রামে তারা দাবি করেছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট শত্রু নিহতের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ২৩০ জনে পৌঁছেছে।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *