ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমেনি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চাঁদপুরে বড় স্টেশন মৎস্য আড়ৎগুলোতে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলও দাম একটু বেশি। ক্রেতারা বলছেন, দূর থেকে ইলিশের দাম কম শোনা গেলেও বাস্তবে এখানে দেখি ঠিক উল্টো।

অন্যদিকে, আড়ৎদাররা বলছেন, ইলিশের সরবরাহ আশানুরুপ বাড়লে আগের লোকসান কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে সেপ্টেম্বর-অক্টোবরে ইলিশ প্রজনন মৌসুমে জেলেদের জালে ইলিশ ধরা পড়া শুরু করেছে। এতে করে ইলিশের দাম ক্রেতাদের নাগালে চলে আসবে বলে মনে করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা। মৎস্য বিভাগের তথ্যে চাঁদপুরে ছোট বড় মিলিয়ে দেড় শতাধিক মৎস্য আড়ৎ রয়েছে।

ইলিশের ভরা মৌসুম চলমান। ইতোমধ্যে টানা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেতে শুরু করেছে।

ক্রেতা মো: শরীফ হোসেন ও মুজিবুর রহমান বলেন, বিভিন্ন মাধ্যমে চাঁদপুরে ইলিশের দাম কম জানতে পেরে এসেছি। বাস্তবে এসে দেখছি ভিন্ন চিত্র। কম দামে ইলিশ কিনবো বলে দূর থেকে এসেছি। অথচ মাছঘাটে ইলিশ কিনতে গিয়ে পরেছি বিপাকে। যেহেতু মাছ কিনবো তাই, ৫শ’ থেকে ৬শ’ গ্রামের ইলিশ ৮শ’ টাকা এবং ১কেজি সাইজের ইলিশ ১৭শ’ টাকায় কিনেছি।

আড়ৎ ব্যবসায়ী হাজী আ: মালেক খন্দকার বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর ইলিশের সরবরাহ পূবের্র চাইতে বৃদ্ধি পেয়েছে। তবে সরবরাহ আরও বৃদ্ধি পেলে পূর্বের লোকসান কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আশরাফুল আলম বলেন, টানা বৃষ্টিপাত ও নদীতে পানির স্রোত বাড়ার ফলে চাঁদপুর সহ বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলেও দাম রয়েছে একটু চওড়া। তবে প্রজনন মৌসুম সেপ্টেম্বর-অক্টোবরে ৬০ থেকে ৭০ভাগ ইলিশ জেলেদের জালে ধরা পড়বে। আশা করছি খুব সহসাই ইলিশের দাম ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *