ইষ্টার্ণ ব্যাংকের জমি পূণ:মূল্যায়ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক লিমিটেড নিজেদের জমির পূন:মূল্যায়ন করেছে। সম্প্রতি ব্যাংকটি নিজেদের জমি ও ভবনের পূন:মূল্যায়নের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, ব্যাংকটি জমির মূল্য আগের চেয়ে ৭,৩৫,৪৮,৫১৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করেছে। যা ইতোমধ্যে অডিট কোম্পানির নিকট তুলে ধরেছে।

এই পূন:মূল্যায়নে ব্যাংকটির জমির মূল্য দাঁড়িয়েছে ৪০৬ কোটি ২ লাখ টাকা, যা আগে ছিল ৩৯৮ কোটি ৬৬ লাখ টাকার বেশি।

ব্যাংকটির সমস্ত জায়গাজমির দর বর্তমান বাজারদরে নির্ধারণে পেশাদারি ভ্যালুয়েশন ফার্ম জরিপ ও পরিদর্শন কোম্পানি লিমিটেড দ্বারা জমি পুনর্মূল্যায়ন করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *