বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আপাতত আমাদের হাতে নেই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব আপাতত আমাদের হাতে নেই। এমন কোনো প্রস্তাব এই মুহূর্তে আমাদের কাছে আসেনি। প্রস্তাব আসলে পরে এ ব্যাপারে জানাতে পারব। তখন এ বিষয়ে কথা বলব।’

আজ বুধবার ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘করোনার কারণে মানুষের ক্রয়ক্ষমতা ও সক্ষমতা কমে গেছে। তবে ক্রয়ক্ষমতা বাড়াতে সরকার নানা রকম পদক্ষেপ নিয়েছে।। আমার বিশ্বাস, সবাই ভাল অবস্থানে আছে।’

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *