শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ণ হাউজিং লিমিটেডের বোর্ডসভা আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, বুধবার বেলা ৩ টায় কোম্পানিটির বোর্ডসভা অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ জুলাই ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একইসঙ্গে বোর্ডসভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
কোম্পানিটি ২০১৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১৫% ও বোনাস ৫% লভ্যাংশ ঘোষণা করেছিল।
স্টকমার্কেটবিডি.কম/বিএ