উভয় শেয়ার বাজারে সূচক ও লেনদেনে উত্থান

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে আর্থিক লেনদেনের পরিমাণ। সোমবারের (০৩অক্টোবর) লেনদেনে এ উত্থান হয়েছে। স্টক এক্সচেঞ্জ দুটি’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.২১ পয়েন্ট বেড়ে ৪৬৯১.১৪ পয়েন্টে দাড়িয়েছে । আগেরদিন এ সূচক ৪.২৬ পয়েন্ট কমেছিল। এ দিকে সোমবার ডিএসইতে ৫৯৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিনছিল ৫৩১ কোটি ২৪ লাখ টাকা।

ডিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৬১টির দরকমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এমজে এলবিডি’র শেয়ার। কোম্পানিটির ২৪কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিএসআর এমস্টিলের ১৮কোটি ১৭লাখ টাকার শেয়ারলেনদেন হয়েছে। ১৬কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে যমুনা অয়েল।

লেনদেনে এর পর রয়েছে- বিএসসি, স্কয়ার ফার্মা, একটিভ ফাইন কেমিক্যাল, ইয়াকিনপলিমার, সিঙ্গারবিডি, লাফার্জ সুরমা সিমেন্ট ও আইপিডিসি।

এ দিকে সিএসইরসি এসই এক্সসূচক১০.৩৪পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৭৭৭.১৮পয়েন্টে। আগের দিন এসূচককমেছিল১৮.৫৪পয়েন্ট।

এ দিন সিএসইতে ৩২কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিনছিল ৩০কোটি ২৮লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি ইস্যুর মধ্যে দরবেড়েছে ৯৫টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *