করদাতাদের ব্যাংক হিসাবের তথ্যে প্রবেশাধিকার চায় এনবিআর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ে মধ্য ও দীর্ঘমেয়াদি রাজস্ব কৌশল প্রণয়ন করছে। এর মধ্যে ব্যাংকের কাছে রক্ষিত করদাতাদের তথ্যে রাজস্ব প্রশাসনের প্রবেশাধিকারের বিষয় রয়েছে। প্রাথমিকভাবে চলতি বছরের মার্চে এটি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও, তা হয়নি। আগামী ডিসেম্বর নাগাদ তা চূড়ান্ত হবে বলে জানা গেছে।

রাজস্ব কৌশলটি প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটি গত বৃহস্পতিবার এর খসড়া এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে উপস্থাপন করেছে।

কমিটির একজন সদস্য বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ইনটিগ্রেশনের অংশ হিসেবে ব্যাংক হিসাবে যাতে আমাদের এক্সেস থাকে, সে বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ব্যাংক হিসাবের তথ্যে এনবিআরকে সরাসরি অ্যাক্সেস দেওয়া হলে তাতে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হবে, ফলে ব্যাংকে লেনদেন কমে যেতে পারে। এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব তাদের তাদের কেউ কেউ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, দেশে গত ডিসেম্বর নাগাদ ব্যাংক হিসাবের সংখ্যা ছিলো ১৩ কোটি ৬২ লাখ, যেখানে মোট জমার পরিমাণ ছিল প্রায় ১৬ লাখ কোটি টাকা। এর মধ্যে ১ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে, এমন একাউন্টের পরিমাণ প্রায় ১ লাখ ১০ হাজার।

এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্প তথ্য অনুযায়ী, দেশে বিজনেস আইডেন্টিফিকেশন (বিআইএন) নম্বরধারীর সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার, যার মধ্যে গত মাসে কর রিটার্ন জমা হয়েছে ৩ লাখের বেশি। অর্থাত্, বিআইএন হোল্ডারদের এক-তৃতীয়াংশও রিটার্ন জমা দিচ্ছে না।

এনবিআরের তথ্য বলছে, সাম্প্রতিক বছরগুলোয় জিডিপিতে রাজস্বের অবদান (ট্যাক্স টু জিডিপি রেশিও) না বেড়ে উল্টো কমতির দিকে, সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে এই অনুপাত ৮.৭ শতাংশে নেমেছে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *