কাতার নয়, বিশ্বের ধনী শহরটি হবে ‘জুয়ার রাজধানী’!

uuuuuস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বের ধনী দেশ হিসেবে একসময় লোকের মুখে মুখে শোন যেত কাতারের নাম। কিন্তু এবার তাকে ছাপিয়ে যাচ্ছে চীনের ম্যাকাও। যাকে এখনও চীনের জুয়ার রাজধানী বলা হয়।

এই জুয়ার রাজধানীর অর্থনৈতিক সমীক্ষা বলছে ২০২০ সালের মধ্যে প্রতি বাসিন্দার আয় হবে ১৪৩,১১৬ ডলার।আইএমএফ বলছে, সম্প্রতি চীনের ক্যাসিনো হাব ম্যাকাওয়ের জিডিপি বেড়ে কাতারের কাছাকাছি চলে গিয়েছে। মনে করা হচ্ছে ২০২০ সালের মধ্যে কাতারকে ছাড়িয়ে যাবে ম্যাকাও।

গত কয়েক বছর ধরেই মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষে রয়েছে।ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের তথ্য অনুযায়ী, এক বছর আগেও কাতারের মাথাপিছু জিডিপি ছিল ১ লাখ ২৭ হাজার ৬০০ ডলার।

সেই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল লুক্সেমবার্গ। এই জায়গার বাসিন্দাদের জিডিপির পরিমান ছিল ১ লাখ ৪ হাজার ৩ ডলার। ফলে অনেকটাই এগিয়ে ছিল কাতার। এর অবস্থানও নিরাপদ বলেই মনে করা হচ্ছিল। কিন্তু ম্যাকাও সবাইকে ফেলে উঠে এসেছে অনেকটাই ওপরে। তাই কাতারের আসন টলমল বলেই মনে করা হচ্ছে।

২০২০ সালের মধ্যে ম্যাকাওয়ের জিডিপি হতে চলেছে ১ লাখ ৪৩ হাজার ১১৬ ডলার। তখন কাতারের জিডিপি হতে পারে ১ লাখ ৩৯ হাজার ১৫১ ডলার। ফলে ফারাকটা চোখে পড়ছে অনেকটাই। কাতারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত হতে চলেছে ম্যাকাও। এমনই ধারণা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷

২০১৮ সালের এপ্রিল মাসে একটি সমীক্ষা প্রকাশ করে আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ডেটাবেস। সেখানেই এই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তালিকায় ধনী দেশের দৌড়ে ছিল আয়ারল্যান্ড ও নরওয়েও। তবে ২০২০ সালে তারা অনেকটাই পিছনে থাকবে, মনে করা হচ্ছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তালিকায় ১২ নম্বরে থাকবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *