স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি, সিগনেচার ব্যাংকের পর এবার বন্ধ হওয়ার শঙ্কায় সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস। ১৬৭ বছরের পুরোনো, ঐতিহ্যবাহী ব্যাংকটি রক্ষায় এগিয়ে এসেছে ইউবিএস এজি। তবে ক্রেডিট সুইস কিনতে সরকারের কাছে ৬০০ কোটি ডলারের নিশ্চয়তা চেয়েছে সুইজারল্যান্ডের শীর্ষ ব্যাংকিং প্রতিষ্ঠানটি।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। আরেকটি সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এখন আলোচনায় অনেক জটিল বিষয় মোকাবিলা করতে হচ্ছে। দুটি ব্যাংককে একত্র করা হলে ছাঁটাই হতে পারেন ১০ হাজার কর্মী—এটি আরেকটি বড় শঙ্কা। ক্রেডিট সুইসের কিছু অংশ বন্ধ করে দেওয়া হবে। সেইসঙ্গে রয়েছে কিছু আইনসংক্রান্ত ব্যয়। এসব খরচ মেটাতেই সুইস সরকারের কাছে ৬০০ কোটি ডলার চাইছে ইউবিএস।
ইউবিএসের প্রতিদ্বন্দ্বী হলো ক্রেডিট সুইস। ব্যাংকটি আর্থিক প্রতিবেদনে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় দুর্বলতার কথা জানানোর পর পুঁজিবাজারে এর শেয়ারের দরপতন শুরু হয়। সমস্যা সমাধানে জরুরিভিত্তিতে সুইস ন্যাশনাল ব্যাংকের দেওয়া ৫ হাজার ৪০০ কোটি ডলারও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি।
গত বুধবার ক্রেডিট সুইস শেয়ারের ২৪ শতাংশ দরপতন হয়। এতে ইউরোপের বাজারে ব্যাংকটির সম্পদ মূল্য আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।
স্টকমার্কেটবিডি.কম/////