খোলা পাম তেলের দাম কমল লিটারে ৩ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবার খোলা পাম তেলের দাম কমল লিটারে তিন টাকা। গত ৬ ফেব্রুয়ারি থেকে প্রতি লিটার খোলা পাম তেলের দাম ছিল ১৩৩ টাকা।

ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে খোলা পাম তেল বিক্রি হবে প্রতি লিটার ১৩০ টাকায়। অ্যাসোসিয়েশন আজ এ বিজ্ঞপ্তি বাণিজ্য মন্ত্রণালয়কেও পাঠিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘পবিত্র রমজান মাস সামনে রেখে এ দাম কমানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

এর আগে গত রবিবার এক লিটারের বোতলজাত সয়াবিন তেল আট টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম সাত টাকা কমানো হয়েছে। খুচরা পর্যায়ে নতুন দর কার্যকর হয়নি এখনো। ওই দিন অবশ্য বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের জানিয়েছিলেন, নতুন দর কার্যকর হবে পাঁচ-ছয় দিন পর।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *