গ্যাসের অভাবে স্বক্ষমতার সবটুকু ব্যবহার করতে পারছে না ইউনাইটেড পাওয়ার

UPGD_1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্যাসের অভাবে ইউপিজিডি তার উৎপাদন ক্ষমতার সবটুকু ব্যবহার করতে পারছে না। তবে চলতি বছরের মার্চ মাস থেকেই পূর্ণ স্বক্ষমতার বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে বলে জানিয়েছেন শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

বুধবার গুলশানে অবস্থিত গ্রুপের প্রধান কার্যালয় কোম্পানির অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশীদ এ কথা বলেন।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (অবঃ) এনডিসি। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক হাসান মাহমুদ রাজা, মালিক তালহা ইসমাঈল বারী, কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা মো. ইবাদত হোসেন ভূঁইয়া এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রতিনিধিরা।

মঈনুদ্দিন হাসান রশীদ বলেন, গ্যাসের অভাবে ইউপিজিডি তার উৎপাদন ক্ষমতার সবটুকু ব্যবহার করতে পারছে না। বিকল্প পদ্ধতিতে গ্যাস সংকট সমাধান করছে কোম্পানিটি। এটি আগামী মার্চ মাসের মধ্যে শেষ হতে পারে। শেষ হলেই চলতি বছরের মার্চ মাস থেকেই পূর্ণ ক্ষমতার সবটুকু ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।

তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির এখনও অনেক বাকি। আমাদের টার্গেট এই প্রতিষ্ঠানকে ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ করা‌। যদি পরিবেশসহ সব কিছু অনুকুলে থাকে তাহলে এটি করা সম্ভব হবে। চিটাগাংয়ে গ্যাস সংকট সমাধান করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এমনকি নতুন গ্যাস অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে

এক প্রশ্নের জবাবে কোম্পানির প্রধান অর্থ কর্তকর্তা মো: এবাদত হোসেন ভূঁইয়া বলেন, ইউনাইটেড গ্রুপের অন্য কোম্পানিতে ইউপিজিডির যে ঋণ দিয়েছে, সেটি এফডিআরের মতোই। তবে এফডিআরে কর কর্তণ করা হলেও এখানে সেটি নেই। ফলে এই গ্রুপে ঋণ দিয়ে ইউপিজিডি লাভবান হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/রনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *