চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু বৃহস্পতিবার

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রামে এক সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই। জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়া এ মেলার জন্য আয়োজিত সকল প্রকার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সপ্তাহব্যাপী আয়কর মেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। একইস্থানে বুধবার বেলা ১১টায় সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মেলার বিষয়ে সেমাবার দুপুরে আগ্রাবাদ আয়কর বিভাগের সংবাদ সম্মেলন করেন মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও কর অঞ্চল-২ এর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ।

তিনি বলেন সংবাদ সম্মেলনে বলেন, আয়কর মেলা আয়োজনের আগের অর্থবছরের চেয়ে বর্তমানে প্রায় ৪ গুণ বেশি আয়কর আদায় হচ্ছে। ২০০৯-১০ অর্থবছরে চট্টগ্রামে আয়কর আহরণ হয় ২ হাজার ৭৫০ কোটি ৮৮ লাখ টাকা।

সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরে আদায় হয়েছে ১১ হাজার ১১৭ কোটি টাকা। তিনি বলেন, ২০১০ সালে আয়কর মেলায় ১৪ হাজার ৩৩০টি রিটার্নের বিপরীতে ৪০ কোটি ১২ লাখ টাকা আয়কর আদায় হয়েছে। সর্বশেষ ২০১৮ সালে ৪৭ হাজার ১২৯টি রিটার্নের বিপরীতে ৫৬০ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার টাকা আদায় হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে চট্টগ্রাম থেকে কর আদায় হয়েছে ১১ হাজার ১৭৭ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর কমিশনার মো. ইকবাল হোসেন, মাহবুবুর রহমান, ব্যারিস্টার মুনতাসির বিল্লাহ ফারুকী, মফিজ উল্লাহ, অতিরিক্ত কর কমিশনার সফিনা জাহান, মাহমুদুর রহমান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *