জাপানী কোম্পানির সাথে এডিএন গ্রুপের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এডিএন টেলিকম ও এর দুই সহযোগী প্রতিষ্ঠান এডিএন ডিজিনেট এবং এডিএন টেকনোলজিস জাপান-ভিত্তিক নাকানিশিসাঙ্গি ও কোম্পানি লিমিটেড এবং গুডক্রিয়েট কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

গত শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে এডিএন গ্রুপের সদরদপ্তরে (আরসিসিটাওয়ার) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ব্যবসায়িক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য বিস্তৃত কাঠামোর রূপরেখা সম্বলিত চুক্তিটি আজ থেকেই কার্যকর হবে।

এই অংশীদারিত্ব চুক্তির প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে, জাপান থেকে বাংলাদেশে আউটসোর্সিং ব্যবসায়িক কার্যক্রমের সুবিধা, আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য যৌথ প্রকল্প এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য বাংলাদেশের বাজারে জাপানি সফটওয়্যার ও যন্ত্রপাতির প্রবর্তন। এছাড়া, কৌশলগত এই অংশীদারিত্ব চুক্তিতে উদ্ভাবন, জ্ঞানের আদান-প্রদান এবং নতুন ব্যবসার সুযোগ অন্বেষণে পারস্পরিক প্রতিশ্রুতি রয়েছে।

এডিএন গ্রুপ ইতিবাচক অর্থনৈতিক প্রভাব ও প্রযুক্তিগত উৎকর্ষতা বজায় রাখতে প্রতিটি সংস্থার শক্তিকে কাজে লাগানোর জন্য উন্মুখ।

নাকানিশিসাঙ্গি ও কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট নাকানিশিকা জুহিরো, গুড ক্রিয়েট কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ইয়ামামোতোমাসাহিরো, নাকানিশিসাঙ্গিও’রঅংশীদার কোম্পানির প্রেসিডেন্ট তাকেশিমাত সুরা, নাকানিশিসাঙ্গিও’র ওভারসিজ প্রজেক্ট কনসালটেন্টমো. আশরাফউদ্দিন, এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ, এডিএন টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন, এডিএন টেলিকমের প্রধান ব্যবসায়িক কর্মকর্তামো. জিয়াউল হক, এডিএন টেকনোলজিসের সিইও এএম এহসানুল হক এবং এডিএন ডিজিনেটের সিইও সোহেলসোহায়েল রেজা চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *