স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
ডরিন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার ভোররাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূরে আলম সিদ্দিকী মারা যান। আজ সকাল ১০টায় তার মরদেহ হেলিকপ্টারে করে ঝিনাইদহে নেওয়া হবে।
সেখানে জানাজার পর বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে। এ সময় নূরে আলম সিদ্দিকীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। এরপর সাভারে নিজের করা মসজিদের পাশে তাকে কবরস্থ করা হবে, যোগ করেন অনিকেত রাজেশ।
নূরে আলম সিদ্দিকী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর সময় ডরিন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (ডিএসই সদস্য # ১৮২) এর চেয়ারম্যান ছিলেন।
তিনি ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য। এছাড়া তিনি ডরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাহজিব আলম সিদ্দিকীর পিতা।
স্টকমার্কেটবিডি.কম/এম.