ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা বোর্ডের নির্বাচন চলছে।ডিএসইর পরিচালনা বোর্ডের সব সদস্যদের উপস্থিতিতে এই ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ শেষ হবে বিকাল সাড়ে ৩টায়।
আজ রবিবার সকাল ১০টায় এই ভোট গ্রহণ শুরু হয়েছে।
জানা গেছে, এই নির্বাচনে প্রতিষ্ঠানটির দু’জন শেয়ারহোল্ডার-পরিচালক নির্বাচন করা হবে।
উল্লেখ, কিছুদিনের মধ্যে দু’জন শেয়ারহোল্ডার পরিচালকের পদ শূন্য হবে। বিধি অনুসারে যে দু’জন পরিচালক অবসর নেবেন তারা হচ্ছেন-এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান এবং র্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভুঁইয়া।
নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদ।
স্টকমার্কেটবিডি.কম/আ