দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৮৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১২৮. পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৫ কোটি ৯৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭০০ কোটি ৭৮ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩১টির আর দর অপরিবর্তিত আছে ১৩৬টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, মেঘনা লাইফ ইন্সুরেন্স, রূপালি লাইফ ইন্সুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, প্যারামাউন্ট ইন্সুরেন্স, রূপালী ইন্সুরেন্স, ইষ্টার্ণ হাউজিং, ক্রিস্টাল ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স ও ইয়াকিন পলিমার লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৬.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৯৬পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৭৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৯টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৫৫ লাখ টাকা।গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি ৪৭ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/রাজু