ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৮১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৪.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৭০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৯৪ কোটি ১৭ লাখ টাকা

ডিএসইতে দিনভর ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩১৭টির আর অপরিবর্তিত আছে ৩৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিচ হ্যাচারি, এনআরবি ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, এবিবি ফার্ষ্ট মি. ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, সী পার্লস হোটেল, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক ও ফাইন ফুডস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১৩৭.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৭৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১১৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ২৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে ১১ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *