ডিএসইতে লেনদেন সাড়ে ১২’শ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়ে সাড়ে ১২০০ কোটি টাকায় অবস্থান করছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৬৬৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৩৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২৫৮ কোটি টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১২০৮ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৫টির, আর দর অপরিবর্তিত আছে ৪৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিটি, শাইনপুকুর সিরামিকস, ইষ্টার্ণ হাউজিং, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, আইপিডিসি, জিপিএইচ ইস্পাত, ওরিয়ন ফার্মা, প্রভাতী ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্সে লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০৭.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫৩১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৫৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৪৮ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এসিআই ফরমুলেশন ও আইপিডিসি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *