ডিএসইতে লেনদেন ৩’শ কোটি টাকার ঘরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমে ৩’শ কোটি টাকার ঘরে নেমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৯০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৭৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৯০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪২২ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭২টির, আর দর অপরিবর্তিত আছে ২১৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, নাভানা ফার্মা, ইষ্টার্ণ হাউজিং, বসুন্ধরা পেপার মিলস, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, আমরা নেটওয়ার্কস, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও সামিট এলায়েন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬১.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৮২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ৫০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ১৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৯ কোটি ৫৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আল আরাফাহ ব্যাংক ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *