ডিএসইতে ১৬৯ ও সিএসই’র ৫৩০ পয়েন্ট সূচক বৃদ্ধি

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। এদিন সেখানে সূচকের ব্যাপক উত্থান ছিল। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯১৬ কোটি ২৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৬৫৭ কোটি ১৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬৯.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৩৪ পয়েন্টে। আর ডিএসই সূচক ২৯.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৭৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫৫.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৯৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৯৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪০টির। আর দর অপরিবর্তিত আছে ২৩টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – লাফার্জ হোলসিম সিমেন্ট, খুলনা পাওয়ার কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বাংলাদেশ শিপিং করপোরেশন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইন্দো বাংলা ফার্মা, সামিট পাওয়ার, এস এস স্টিলস, সিঙ্গার বিডি ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৪৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৮ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১১টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৯০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৩৯ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে এস এস স্টিলস ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *