দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪৮৫ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কিছুটা কমেছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকও কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন অনেক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৪৯২ কোটি ৪১ লাখ টাকা।
এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৭৯ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩০ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫২ টির। আর দর অপরিবর্তিত আছে ৫৪ টির দর।
ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, আল-আরাফা, ব্র্যাক ব্যাংক, গ্রামীন ফোন, উসমানিয়া গ্লাস, সিভিও পেট্রোকেমিক্যাল, আলিফ ইন্ডাষ্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪১.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৭৮৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৬ টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।
এদিন লেনদেন হয়েছে ৩৬ কোটি ৫০ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৯৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে গ্রামীন ফোন ও ব্র্যাক ব্যাংক লিমিটেড ।
স্টকমার্কেটবিডি.কম/এমএম