ডিএসইতে ৫০০ কোটি টাকার নিচে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবদেক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে লেনদেন ৪৭৭ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন সেখানে লেনদেন কমেছে ২৪.৯০ শতাংশ । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচকের নিম্নমুখী অবস্থায় কমেছে লেনদেন। এদিন সেখানে লেনদেন ৯.৬৩  শতাংশ কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, আজ রবিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৭৭ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৫৮ কোটি ৪ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার সেখানে ৬৩৬ কোটি ৩৬ লাখ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। গতকালের চেয়ে আজ লেনদেন কমেছে ২৪.৯০ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ৬.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১২১ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১১০টির, কমেছে ১৬৩টির আর অপরিবর্তিত থাকে ৫৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, নাভানা সিএনজি, লংকাবাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, প্যারামাউন্ট টেক্সটাইল, আমান ফিড, কনফিডেন্ট সিমেন্ট, সিমটেক্স টেক্সটাইল ও এসিআই ফরমুলেশন লি.।

এদিকে, আজ রবিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ১৬ কোটি ৫৩ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার এই লেনদেন ৪১ কোটি ৯৯ লাখ টাকা ছিল। গতকালের চেয়ে আজ লেনদেন কমেছে ৩৯.৬৩ শতাংশ।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৮.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯০৮ পয়েন্টে। সিএসইতে গতকাল মোট লেনদেন হয় ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল নাভানা সিএনজি ও লংকাবাংলা ফাইন্যান্স ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *