স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেলেন এটিএম তারিকুজ্জামান। মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তাঁর নিয়োগ অনুমোদন করেছে। আগের দিন সোমবার এ পদে তিনজনের নাম প্রস্তাব করে চিঠি দিয়েছিল স্টক এক্সচেঞ্জটি।
তারিকুজ্জামান বর্তমানে বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত। ডিএসই তাঁর নিয়োগ চুক্তি চূড়ান্ত করে নিয়োগপত্র প্রদান করবে।
ব্যবস্থাপনা পরিচালক পদে তারিকুজ্জামান ছাড়াও মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এমডি কাজী মশিউর রহমান এবং ন্যাশনাল ফাইন্যান্সের এমডি সাইফুদ্দিন এম নাসেরের নাম প্রস্তাব করেছিল ডিএসই। সাইফুদ্দিন এম নাসেরের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশ সফরের অভিযোগ আছে। অপসারণের উদ্যোগের কথা জেনে তিনি পদত্যাগপত্র দেন। তবে বাংলাদেশ ব্যাংক তা গ্রহণ না করায় ওই আবেদন এখনও নিষ্পত্তি হয়নি।
তিন বছরের জন্য নিয়োগ পেয়েও তারিক আমিন ভূঁইয়া গত বছরের আগস্টে পদত্যাগ করলে ডিএসইর এমডির পদ শূন্য হয়। এর পর সিওও সাইফুর রহমান মজুমদার ভারপ্রাপ্ত হিসেবে এ পদে দায়িত্ব পালন করছেন।
স্টকমার্কেবিডি.কম/////