স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়ে হাজার কোটি ছাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৮৩৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ২৫৬৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০৮০ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৯৬ কোটি ৬৭ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৮৯টির, আর দর অপরিবর্তিত আছে ৪০টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, বেক্সিমকো লিমিটেড, জেনেক্স ইনফোসিস, জিএইচপি ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সােনালী পেপার মিলস, সাইফ পাওয়ারটেক ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭৩.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৯৮৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৭৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৪ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওয়ান ব্যাংক ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/