স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচক সামান্য বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৫২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১১৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫০ কোটি ২০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫২৮ কোটি ৯৫ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯২টির আর দর অপরিবর্তিত আছে ১৬০টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, সী র্পালস স্পা এন্ড রিসোর্ট, এসকে ট্রিমস, ইয়াকিন পলিমার, আজিজ পাইপস, ফুয়াং ফুডস, বিডি থাই এলুমিনিয়াম, আফতাব অটোস ও এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৩৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৪৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ১০০টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৫২ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১০ কোটি ৭৪ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ও সের্ট্রাল ফার্মা।
স্টকমার্কেটবিডি.কম/এসবি