দিনশেষে সূচক বড় উত্থান ও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৬৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২০২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩৩ কোটি ৭৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৫০ কোটি ৮৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬১টির আর দর অপরিবর্তিত আছে ১৯২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, লূব রেফ বিডি, এসোসিয়েটেড অক্সিজেন, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস, লাফার্জহোলসিম বাংলাদেশ, রূপালি লাইফ ইন্সুরেন্স, ইয়াকিন পলিমার, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি ও অলিম্পিক এক্সেসরিস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৮.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৯০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ৫৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লুব-রেফ বিডি ও বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *