স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের স্থিতিশীলতা লক্ষ করা গেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৬৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২২৯৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৮৮কোটি ৬৬ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ৯৫ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৯টির, আর দর অপরিবর্তিত আছে ৬৩টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো-সোনালী পেপার এন্ড বোর্ড, আইপিডিসি, বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ফুয়াং ফুডস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, জেনেক্স ইনফোসিস ও তিতাস গ্যাস লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৫১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১২৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৬১ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও সিভিও পেট্রোকেমিক্যালস লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম//