দৃষ্টি শক্তিহীনদের জন্য ইজেনারেশনের ‘সফটওয়্যার আলো’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তথ্য প্রযুক্তি বিভাগ এবং দেশের তথ্য প্রযুক্তি কোম্পানি ইজেনারেশন দৃষ্টি শক্তিহীন মানুষের জন্য তৈরি করেছে ‘সফটওয়্যার আলো’ নামে স্ক্রিন রিডার সফটওয়্যার। ‘‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (ইবিএলআইসিটি)” প্রকল্পের অধীনে দৃষ্টি শক্তিহীন মানুষকে কম্পিউটার এবং গ্যাজেটস সক্রিয় ভাবে চালানো এবং পরিচালনা করতে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে- এই “সফটওয়্যার আলো” তৈরি করেছে ইজেনারেশন।

এর মাধ্যমে এসব দৃষ্টি শক্তিহীন মানুষগুলো ডিজিটাল দুনিয়ায় তাদের পদচিহ্ন বা অবদান রাখতে সক্ষম হবে। জানা যায়, এই প্রকল্পটি বাংলাদেশের সাড়ে সাত লাখ দৃষ্টি প্রতিবন্ধীদের নতুন জীবন শুরু করতে এবং সমাজে সক্রিয় অবদান রাখতে সাহায্য করবে।

এই সফটওয়্যার আরও কার্যকরী ও ফলপ্রসূ করতে একটি কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই কর্মশালার প্রধান উদ্দেশ্য হলো, দৃষ্টিশক্তিহীনদের কাছ থেকে তাদের মতামত ও প্রয়োজনীয় তথ্য জেনে তাদের সমস্যার সমাধানসহ এ সফটওয়্যারটিকে আরও কার্যকর করা।

প্রতিষ্ঠানটিবলছে, এটি দৃষ্টি শক্তিহীনদের জন্য আশার আলো নিয়ে আসবে।

এ সময় জানানো হয়, সফটওয়্যার আলো-ব্যবহার করে অন্ধ ব্যক্তি সহজেই কম্পিউটার বা মোবাইল ব্যবহার করতে পারবে। এই সফটওয়্যারটি কম্পিউটারের স্ক্রিনে ভাসমান আইকনের নাম এবং নথির বাংলা লেখা পড়বে। কম্পিউটার ইন্টারফেসের বোতাম বা আইকন বাংলাভাষা চিহ্নিত করবে, একই সাথে কমান্ড ও দেওয়া যাবে -এর মাধ্যমে। তাইখুবসহজেইতারাকম্পিউটারবামোবাইলডিভাইসব্যবহারকরতেপারবে।

উক্তকর্মশালায় ইজেনারেশন লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম , ইজেনারেশন লিমিটেড এর এআইএবংএনএলপি বিভাগের জেষ্ঠ্য পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল হুদা,, ইবিএলআইসিটি প্রকল্প পরিচালক মাহবুব করিম, বিসিসি পরিচালক প্রকৌশলী এনামুল কবির, ইজেনারেশন লিমিটেডের অপারেশনস অ্যান্ড সেলস বিভাগের বিভাগের পরিচালক এমরান আব্দুল্লাহ, এটুআই অ্যাক্সেসিবিলিটি কনসালটেন্ট ভাস্কর ভট্টাচার্য, ইজেনারেশন লিমিটেডের ইমার্জিং টেকনোলজিস লিউশনের প্রধান রাকিব মাহমুদ শোয়েব উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *