প্রকল্প এলাকায় ১১৬৯ ডিসিমল জমি বিক্রি করবে ইফাদ অটোস

Ifad-autosস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের প্রকল্প এলাকায় মোট ১১৬৯.৫৯ ডিসিমল জমি বিক্রয় করা হবে বলে কোম্পানির পরিচালনা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে । বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ধামরাইয়ের কালিয়ায় অবস্থিত অটোস প্রকল্প এলাকায়  ৪০২.৩২ ডিসিমল জমি বিক্রি করবে কোম্পানিটি। এছাড়া কুলাই ও ইফাদ অটোস’র এ্যাসেম্বলি ইউনিট সংলগ্ন ক্রয়কৃত ৭৬৭.২৫ ডিসিমল জমি বিক্রি করবে।

জমিগুলো দাম যথাক্রমে ৬৩ কোটি ৮৯ লাখ ১ হাজার ৫৩২ টাকা ও ১২১ কোটি ৮৩ লাখ ৯ হাজার ৩০০ টাকা। বিক্রির বিস্তারিত প্রক্রিয়া পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *