প্রত্যেক ঘরে একজনকে চাকরি দেয়া হবে : অর্থমন্ত্রী

999999স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০১৯-২০ অর্থ-বছরের বাজেট হবে সংক্ষিপ্ত। বোধগম্য। সহজবোধ্য। প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজনকে চাকরি দেয়া হবে। বাজেট হবে জনবান্ধব। জনগণ যেন বুঝতে পারে, জনগণকে সম্পৃক্ত করা যায় তেমন বাজেটই দেয়া হবে। সেই সঙ্গে আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে।

রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সভা শেষে এসব কথা বলেন তিনি।

সভায় দেশের থিংক ট্যাংক প্রতিষ্ঠানসমূহের মধ্যে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি), বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএফ), পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) স্বনামধন্য অর্থনীতিবিদরা ছাড়াও বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *