বন্ধের পর আমদানি-রপ্তানি স্বাভাবিক বাংলাবান্ধা স্থলবন্দর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলায় ভোট গ্রহণ উপলক্ষে গত শনিবার (১৭ এপ্রিল) আমদানি-রপ্তানি বন্ধ ছিল বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে।

একদিনের বন্ধ থাকার পর রবিবার (১৮ এপ্রিল) যথারীতি বন্দর কার্যক্রম চালু হয়েছে।

বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেন।

মেহেদী হাসান খান বাবলা বলেন, ভোট উপলক্ষে উভয় দেশের সম্মতিতে শনিবার একদিনের জন্য ভারতের ফুলবাড়ি ও বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দরের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। রোববার সকাল থেকে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *