বরখাস্ত হলেন আইসিবির রাজশাহী শাখার সেই কর্মকর্তা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্জিত ছুটি নিয়ে কারাগারে যাওয়ার ঘটনা প্রকাশের কিছুদিনের মধ্যেই বরখাস্ত হয়েছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) রাজশাহীর শাখাপ্রধান আব্দুল মোত্তালিব। গত রবিবার আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন গাজী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে,২৭ লাখ টাকা আত্মসাৎ মামলায় গত বছরের ১৬ সেপ্টেম্বর আব্দুল মোত্তালিবকে কারাগারে পাঠান জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক। সেদিন থেকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। ২৮ সেপ্টেম্বর উচ্চ আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিলে ৩০ সেপ্টেম্বর কারাগার থেকে তিনি মুক্তি পান। এরপর আবার নিয়মিত অফিস করতে শুরু করেন। বিষয়টি জানতেই পারেনি আইসিবি কর্তৃপক্ষ।

সেসময় আইসিবির রাজশাহী শাখায় গিয়ে নিয়মিত অফিস করতে দেখা যায় আব্দুল মোত্তালিবকে। কারাবরণের বিষয়ে জানতে চাইলে তিনি বণিক বার্তাকে বলেন, এটি তার ব্যক্তিগত বিষয়। কোনো ব্যবস্থা নিতে হলে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ নেবে। তবে কারাবরণের বিষয়টি পর্ষদ জানে কিনা তা জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি এ কর্মকর্তা।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *