বাজারে কিছুটা অস্থিতিশীলতা আছে : শিল্পমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিভিন্ন কারণে বাজারে কিছুটা অস্থিতিশীলতা আছে জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাজার যাতে স্থিতিশীল থাকে, সেদিকে লক্ষ্য রেখে এবং রোজায় যাতে জনমনে দুর্ভোগের সৃষ্টি না হয়, সেজন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।

রবিবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, সামনে রমজান, স্বাভাবিকভাবেই সারা বিশ্বের মুসলমানরা এই পবিত্র মাস পালন করবেন। আমাদের বাজারে কিছুটা অস্থিতিশীলতা আছে।

সেটি বিভিন্ন কারণে, বৈশ্বিক কারণে। চিনি আমরা আমদানি করি। আমাদের ১৭টি চিনির কল আছে, সেখানে যে কাঁচামাল ইক্ষু, সেটি উৎপাদন করতে এক বছর লাগে। আজ যান্ত্রিক হয়ে গেছে।

কৃষকরা নিজেদের স্বার্থ অবশ্যই দেখবে। দীর্ঘকালীন ফসলটি উৎপাদন করতে চাচ্ছেন না অনেকে। চিনিকলগুলোয় অনেক জায়গা আছে। আমরা যদি বহুমুখী পদক্ষেপ না নিই, তাহলে চিনি কলগুলো বোঝা হয়ে যাবে।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *