বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৭.৬ বিলিয়ন ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কেন্দ্রীয় ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা পরিশোধের পর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

গত বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য দেশগুলোকে আমদানির অর্থ পরিশোধের জন্য ১ দশমিক ৭৩ বিলিয়ন ডলার প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

ভারত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এবং এই প্ল্যাটফর্মের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস বাংলাদেশ।

ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এর অন্যান্য সদস্য রাষ্ট্র। প্ল্যাটফর্মটির সদর দপ্তর ইরানের তেহরানে অবস্থিত।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য দেশগুলো প্রতি ২ মাস অন্তর তাদের অর্থ পরিশোধ করে।

এর আগে, গত বছরের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

তবে আমদানির অর্থ পরিশোধের কারণে চলতি বছরের মে থেকে রিজার্ভ কমতে শুরু করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার ফলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *