ব্রিটেনের অর্থনীতি সংকোচনের পূর্বাভাস দিল আইএমএফ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চলতি বছর সংকুচিত হবে ব্রিটেনের অর্থনীতি। এমনকি জি৭ দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকবে এই দেশটি- এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

জ্বালানির মূল্যবৃদ্ধি ও উচ্চমূল্যস্ফীতির কারণে অর্থনৈতিকভাবে ঝুঁকিতে আছে উন্নত দেশগুলো। ফলে ব্রিটেন ও ইউরো অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানায় ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানটি।

বৈশ্বিক প্রবৃদ্ধি ১ শতাংশ কমতে পারে বলে জানিয়েছে আইএমএফ। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর সাম্প্রতিক সমস্যাকে তীব্র অর্থনৈতিক সংকটের সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছে সংস্থাটি।

তবে আইএমএফের এ পূর্বাভাসকে কেন্দ্র করে সরকারের দিকে অভিযোগের আঙুল তাক করেছে বিরোধী লেবার পার্টি। বিরোধী দলটির সংসদ সদস্য র‍্যাচেল রিভসের মতে, আইএমএফের পূর্বাভাস থেকে বোঝা যায় বিশ্বমঞ্চে ব্রিটেন কতটা পিছিয়ে আছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *