স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বিএসইসির নির্দেশনা অনুসারে কোনো কোম্পানির ৫ শতাংশের বেশি শেয়ারে বিনিয়োগ করতে পারে না রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি। তবে শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির বিনিয়োগের সুযোগ বাড়াতে এক্ষেত্রে কিছুটা ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
বুধবার কমিশনের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি আইসিবিকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদেরকে বলেন, শেয়ারবাজার স্থিতিশীলতায় যাতে আরো বেশি ভূমিকা রাখতে পারে সেজন্য আইসিবিকে ডিএস-৩০ সূচকের কোম্পানিগুলোর ৫ শতাংশের বেশি শেয়ারে বিনিয়োগের অনুমতি দেয়া হয়েছে। এতে মৌলভিত্তির ও বড় মূলধনি কোম্পানির শেয়ারে নতুন করে বিনিয়োগ করতে পারবে আইসিবি। যা শেয়ারবাজার স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।
স্টকমার্কেটবিডি.কম/