ভারতে নীতি সুদহার বাড়াতে হবে: স্টেট ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সারা বিশ্বের মতো ভারতেও মূল্যস্ফীতি এখন চড়া। খাদ্যপণ্যের দামে যেন আগুন লেগেছে। মূলত তার প্রভাবেই মার্চ মাসে ভারতের খুচরা বাজারে মূল্যস্ফীতির হার পৌঁছে গিয়েছে ৬ দশমিক ৯৫ শতাংশে। এ নিয়ে টানা তিন মাস সেই হার রয়েছে রিজ়ার্ভ ব্যাংক নির্ধারিত সহনসীমার ওপরে।

বিভিন্ন পণ্য ও কাঁচামালের দামের যা পরিস্থিতি, তাতে অদূর ভবিষ্যতে মূল্যস্ফীতির হার ওই সীমার নিচে নামার সম্ভাবনা নেই বলেই জানায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার গবেষণা শাখার প্রতিবেদনে। তাদের পূর্বাভাস, মূল্যস্ফীতির হার আরও বেড়ে সেপ্টেম্বর পর্যন্ত ৭ শতাংশের ওপরে থাকতে পারে। অর্থ বছরের দ্বিতীয়ার্ধে তা ৬ দশমিক ৫ শতাংশের আশপাশে নেমে আসতে পারে। ইকোনমিক টাইমস সূত্রে এ খবর পাওয়া গেছে।

এ অবস্থায় রিজ়ার্ভ ব্যাংকের আগামী দুটি ঋণনীতিতে সুদের হার বৃদ্ধি কার্যত অবশ্যম্ভাবী বলেই মনে করছেন স্টেট ব্যাংকের অর্থনীতিবিদেরা। সম্প্রতি এর আগে একই সম্ভাবনার কথা বলেছিলেন মূল্যায়ন সংস্থা ইক্রার মুখ্য অর্থনীতিবিদ অদিতি নায়ার।

ভারতের ওয়াকিবহাল মহলের বড় অংশেরই ব্যাখ্যা, মার্চ মাসে মূল্যস্ফীতির হার এতটা বাড়লেও পেট্রল-ডিজেলের দামের প্রভাব এখনো অনুভূত হয়নি; বরং এপ্রিল মাসের পরিসংখ্যানে তা টের পাওয়া যাবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *