ভারতে বেড়েই চলছে জ্বালানি তেলের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারতে রবিবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। প্রতি লিটারে ৮০ পয়সা দাম বাড়ানো হয়েছে। এই নিয়ে গেল দুই সপ্তাহে লিটার প্রতি জ্বালানি তেলের দাম বেড়েছে ৮ রুপি।

বর্তমানে দিল্লিতিতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৩.৪১ রুপি। যা শনিবার ছিল ১০২.৬ রুপি। আর ডিজেলের বিক্রি হচ্ছে প্রতি লিটার ৯৪.৬৭ রুপিতে।

পুরো ভারত জুড়েই বেড়েছে তেলের দাম। পশ্চিমবঙ্গের কলকাতায় প্রতি লিটার পেট্রোলের খুচরা মূল্য ১১৩.০৩ রুপি। আর ডিজেল বিক্রি হচ্ছে ৯৭.৮২ রুপিতে। রাজ্যের ভর্তুকির দেওয়ার হারের ওপর নির্ভর করে রাজ্য থেকে রাজ্যে তেলের দামের এই তারতম্য হচ্ছে।

সবমিলিয়ে ২২ মার্চ থেকে এ পর্যন্ত ভারতে ১১ বার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *