ভারতে মূল্যস্ফীতি ৭ শতাংশ পেরিয়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

মূল্যস্ফীতির রেকর্ড হচ্ছে দেশে দেশে। বিষয়টি হচ্ছে, প্রতি মাসেই যখন বিভিন্ন দেশের মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশিত হচ্ছে, তখনই বলা হচ্ছে, এত বছর/মাসের মধ্যে সর্বোচ্চ। এবার সেই তালিকায় নাম লেখাল ভারত। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া ৬ শতাংশের লক্ষ্যমাত্রাও পেরোল জানুয়ারি মাসে।

দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, প্রধানত খাদ্যপণ্যের দাম বাড়ায় জানুয়ারি মাসে ভারতের মূল্যস্ফীতি ৬ শতাংশ পেরিয়ে গেছে—সাত মাসে সর্বাধিক। পাইকারি বাজারে অবশ্য ডিসেম্বরের থেকে জানুয়ারিতে সামান্য কমে ১২ দশমিক ৯৬ শতাংশ হয়েছে। তবে সেখানেও বেড়েছে খাদ্যপণ্যের দাম। ভারতে পাইকারি মূল্যস্ফীতি এ নিয়ে টানা ১০ মাস ১০ শতাংশের ওপরে থাকল। ইকোনমিক টাইমস সূত্রে এ খবর পাওয়া গেছে।

সারা বিশ্ব এখন মূল্যস্ফীতির ধাক্কা রীতিমতো কাঁপছে। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ লাগল বটে। তাতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতিদিনই বাড়ছে, আবার কিছুটা কমছে। ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯৪ ডলারে উঠেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আবারও পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির শঙ্কা থেকে যাচ্ছে। জ্বালানির দাম প্রতি ব্যারেল ৮০ ডলার পেরোনোর পর ইতিমধ্যে একবার দাম বাড়ানো হয়েছে। ১০০ ডলার পেরিয়ে গেলে আবারও তা বাড়তে পারে। তখন খাদ্যপণ্যসহ জিনিসপত্রের দাম আরও বাড়বে। সংশ্লিষ্ট মহলের মতে, সাধারণ মানুষের দুর্ভোগ যে আগামী দিনে বাড়তে চলেছে, সেই ইঙ্গিত স্পষ্ট।

তবে ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, মূল্যস্ফীতির হারের গতি নিচের দিকে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *